হাসাদাহ ( জীবননগর) প্রতিনিধি : জীবননগর হাসাদাহ-রায়পুর প্রধান সড়কে ইট ভাটার মাটি টানা ট্রাক্টরের সাথে মোটর সাইকেল এর মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। গত সোমবার বিকাল ৫ টার দিকে হাসাদাহ-রায়পুর সড়কের কাটাপোল গ্রামের ব্রীজের নিকট এই সংঘর্ষ ঘটে। জানা যায়, জীবননগর উপজেলার হাসাদাহ-রায়পুর প্রধান সড়কে আর্স বাংলাদেশ হাসাদাহ শাখার ব্যবস্থাপক ও তার ২ সহকর্মী মোটরসাইকেল যোগে হাসাদাহ থেকে রায়পুরের উদ্দেশ্য যাচ্ছিল এমন সময় কাটাপোল ব্রীজের নিকট পৌছালে অপরদিক থেকে আসা ইট ভাটার মাটি টানা ট্রাক্টর ও মোটর সাইকেল এর মুখোমুখি সংঘর্ষ হয়। উক্ত সংঘর্ষে আর্স বাংলাদেশ হাসাদাহ শাখার কর্মকর্তা-কর্মচারী ১ জন প্রচন্ড মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত সহ মোট তিন জন আহত হন। পরে স্থানীয় জনসাধারন তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করান।
