অমিত সরকার (মহেশপুর,ঝিনাইদহ) প্রতিনিধি :
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ইদানীং বিভিন্ন এলাকায় বোরকা পরিহিত ছদ্নবেশীর আনাগোনা পরিলক্ষিত করা যাচেছ ,সাধারণত বাচ্ছাদের স্কুলের পাশে ,সন্ধ্যায় বসত বাড়ির আশপাশে ,গ্রামের নিজন রাস্তাঘাটে এদের দেখা যাচেছ , গত সপ্তাহে খালিশপুরে বাজারের হামিদুর রহমান কলেজ রাস্তা থেকে কয়েকজন বোরকা পরিহিত লোক সালেহা নামক এক মহিলাকে গাড়ি জোর পূবক উঠানোর চেষ্টা করলে তার চিৎকারে তারা পালিয়ে যায়, বতমানে বাচছা এবং নারীদের বেশির ভাগই টাগেট তাদের, প্রাপ্ত সূত্রে জানা যায় উপজেলার কেশব পুর,তৈল টুপি,খালিশপুর, ভৈরবা,গুডদাহ,পুড়াপাড়া জিবননগরেরে আন্দুলবাড়িয়া ,হাসাদাহ ইত্যাদি অঞ্চলে এ ধরনের বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে ।
খালিশপুরের দোকানদার তানভীর আহমেদ বলেন,
গত সপ্তাহে খালিশপুরের এ ধরনের বোরকা পরে পুরুষ মানুষে একজন কে ধরে নিয়ে যাবার চেষ্টা করছিল এ কথা সুনেছি ।
ফতেপুরের বিপাশা আক্তার বলেন, এ ধরনের ঘটনা এদিকে ওদিকে হচেছ, বাচ্ছাদের স্কুলে পাঠিয়ে সারাদিন চিন্তায় থাকি ।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কমকতা আহমেদ কবীর বলেন, এধরনের অভিযোগ আমরা কমবেশি শুনছি, শোনা মাত্র সে সকল স্থানে পুলিশ অভিযান চালাচেছ, আপনারা যদি মহেশপুরে কোথাও বোরকা পরিহিত ছদ্নবেশী বা অপরিচিত সন্দেহজনক কাউকে দেখতে পান সাথে সাথে থানাতে খবর দিন।
বতমানে এ ধরনের ঘটনায় এলাকার মানুষের মধ্যে এক ধরনের আতংক বিরাজ করছে।
