হাসাদাহ (জীবননগর) প্রতিনিধি ঃ জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে ডিবি পুলিশের হাতে গাজাসহ এক ফল ব্যবসায়ী আটক হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৫টার দিকে জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে জামাল উদ্দিন নামের এক ফল ব্যবসায়ীর নিকট থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ ডিবি পুলিশ পরিচয়ে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান হাসাদাহ বাজার থেকে তাকে হাতেনাতে আটক করে নিয়ে যায়। ঘটনার বিবরনে জানা যায়, জীবননগর উপজেলা হাসাদাহ বাজার পাড়ার মৃত টেংরা মন্ডলের ছেলে হাসাদাহ বাজারের ফল ব্যবসায়ী জামাল উদ্দিন ওরফে গ্যাঁজা জামাল (৫৫) হাসাদাহ বাজারে ফলের ব্যবসা করত কিন্তু তার এই ফলের ব্যবাসার আড়ালে তিনি তার মূল ব্যবসা গাজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করত। এরই জের ধরে মঙ্গলবার ডিবি পুলিশ এসে তার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করে। এলাকাবাসী সুত্রে জানা যায়, এই জামাল উদ্দিন ওরফে গ্যাজা জামাল ইতিপূর্বে গাঁজা ও বিভিন্ন মাদকদ্রব্য সহ একাধিকবার পুলিশের হাতে আটক হয়ে জেল জরিমানা হয়েছে। এতেও তার শিক্ষা হয়নি। জেলখানা থেকে ফিরে এসেই আবারো মাদক ব্যবসার সাথে সক্রিয়ভাবে জড়িয়ে পড়ে। লোকমুখে শোনা যায়, জেলখানা যেন এই ব্যক্তির শশুর বাড়ির মত যাওয়া আর আসা, এই যেন গেল আর এলো। অপরদিকে ঈদকে সামনে রেখে এলাকার মাদক ব্যবসায়ীরা সক্রিয় হয়ে উঠেছে। ইতিপূর্বে কয়েকবার পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় মাদক ব্যবসায়ীরা একটু চালাকি করে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ও পুলিশের ছত্রছায়াই থেকে তাদের ব্যবসার ধরন পরিবর্তন করে ব্যবসা পরিচালনা করছেন। তাই এলাকাবাসীর দাবি, পুলিশ সুপার সহ প্রশাষনের কাছে অত্র এলাকার মাদক ব্যবসায়ীদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।
