আলোকিত ডেক্স: বয়স মাত্র সাত, কিন্তু সকলের ঘরের মেয়ে হয়ে উঠেছে পটল। হিয়া দত্ত বলে লোকে তাকে খুব কমই চেনে। কিন্তু হিয়া হল পটলের আসল নাম। মাসের বেশিরভাগ দিনই শ্যুটিং নিয়ে ব্যস্ত থাকায় এই বয়সেই দম ফেলার সময় নেই ছোট্ট পটলের। সকল দর্শকের মনেই যেন একটা আলাদা জায়গা করে নিয়েছে পটল। গান গেয়ে যেন দর্শকের কাছে আরও বেশি করে জনপ্রিয় হয়েছিল ছোট্ট মেয়েটি।
আর সেই পটল কেই আর দেখা যাবেনা এই জনপ্রিয় সিরিয়ালে। কারণ পরিচালক ‘পটল কুমার গানওয়ালার’ সিক্যোয়েন্স বদলে দিয়েছেন। পটলকে এবার দেখানো হবে যে সে বড় হয়ে গেছে। এই চরিত্রে দেখা যাবে আরও একটি নতুন মুখ। দীর্ঘ ১২ বছর পরের গল্পটা এই ভাবেই সাজিয়েছেন পরিচালক, বাবা খুঁজে পাবে পটলকে, বাবা তাকে চোখের আড়ালই হতে দিতে চায় না, কিন্তু পটল অন্যদিকে ভালবেসে ফেলে আরেকজনকে কিন্তু বাবার জন্য তার কাছেও যেতে পারেনা। গল্পে যে এক নতুন মোড় আসতে চলেছে তা বুঝতেই পারছেন৷
তবে ছোট্ট পটল বদলে গেলে টিআরপি কতটা ধরে রাখতে পারবে সিরিয়ালটি সেটা নিয়ে যথেষ্টই সন্দেহ রয়েছে৷ কারণ একভাবে এতদিন দর্শক ছোট্ট পটলকে দেখে আসছিল, হঠাৎ নতুন পটলকে কতটা মেনে নেবে সেটাই এখন দেখার পালা।