জীবননগর অফিস:
জীবননগরে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগে সড়কগুলোতে পরিস্কার পরিচ্ছন্ন কাজ শুরু হয়েছে। গতকাল উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত উথলী- জীবননগর সড়কের পরিচ্ছন্ন কাজের উদ্বোধন করেন।
ঈদকে সামনে রেখে সড়কগুলোতে ডাকাতি রোধে ও বর্ষা মৌসুমে এডিস মশার প্রাদুর্ভাব রোধে চুয়াডাঙ্গা -২ আসনের সংসদ সদস্যের পরামর্শে ও উপজেলা প্রশাসনের আয়োজনে সড়ক গুলো পরিস্কার করনের উদ্যোগ নেয়া হয়। এর আলোকে গতকাল জীবননগর চুয়াডাঙ্গা সড়কের পাশে অপ্রয়োজনীয় সকল জঙ্গল পরিস্কার করনের কাজ শুরা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা উপস্থিত থেকে পরিস্কার করনের কাজ পরিদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ইউপি সদস্যদের সহযোগীতা কামনা করেন। সড়কের পাশ থেকে অবাঞ্চিত জঞ্জাল দুর করা হলে একদিকে যেমন সড়ক গুলোতে ডাকাতি যেমন রোধ করা সম্ভব হবে অন্য দিকে এডিস মশার হাত থেকেও রেহায় পাওয়া যাবে।
