জীবননগর অফিস:
জীবননগরে ইউনিয়ন ভুমি অফিসগুলোতে ল্যাপটপ ও আনুসাংগিক সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রোববার উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন।
জানা গেছে, বর্তমান সরকার ভূমি অফিগুলোতে ডিজিটাল করণের আওতায় আনতে সব ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় জীবননগরে ইউনিয়ন ভূমি অফিসগুলোতে ৪টি ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার, এন্ট্রিভাইরাস ও আনুসাংগিক সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা এ সব সামগ্রী ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, সীমান্ত ইউপি চেয়ারম্যান ময়েন উদ্দীন ময়েন, হাসাদাহ ইউপি চেয়ারম্যান সিরাজুল হক মাষ্টার, উথলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হান্নানসহ উপজেলার ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
