জীবননগর অফিসঃ
জীবননগর বাকাঁ ইউনিয়নের বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত ইটভাটা মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন।
জানা গেছে, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার বাঁকা ইউনিয়নের সুটিয়া গামে অভিযান চালিয়ে ড্রেজার মেশিন দিয়ে মাটিকাটার অপরাধে ইউনিয়ন পরিষদের ২০০৯ এর ৩ ও ৪৩ ধারা অপরাধে ৮৯ ধারা মোতাবেক রাস্তায় চলাচলে সমস্য সৃষ্টি করার অপরাধে ইট ভাটা ও জমির মালিকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। উল্লেখ্য, জীবননগর উপজেলার বেশ কয়েকটি ইটভাটা ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে আবাদী জমির মালিককে নামমাত্র মূল্য দিয়ে জমির টপ সয়েল কেটে আসছিল। সেই সাথে ট্রাক্টর দিয়ে মাটি আনা নেয়া করার ফলে পীচরাস্তায় মাটির স্তর পড়ে প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হচ্ছিল সাধারণ জনগণ।
