নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সার্কিট হাউজে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের আমন্ত্রণে ইফতার মাহফিলে শরীক হন জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, সিভিল সার্জন ডা. রওশন আরা, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাকির হোসেন খান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. রোকনুজ্জামান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ড. এ.বি.এম. মাহমুদুল হক, জেলা পরিষদ সচিব ড. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তরিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহা. কলিমুল্লাহ, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি আজাদ মালিতা, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, অদ্যক্ষ কামরুজ্জামান, চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নওশের আলী, চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশন’র উপ-পরিচালক এ.বি.এম রবিউল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক এড. শামসুজ্জোহা, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান। এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সরকারি-বে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবীদ, সাংবাদিক, সমাজ সেবক, জেলা প্রশাসনের প্রাক্তন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। ইফতার পূর্বক দেশ-জাতির মঙ্গল, শান্তি, শৃঙ্খলা ও সফলতা কামনা করে দোয়া করেন কোর্ট জামে মসজিদের ইমাম মুফতি মো. রুহুল আমিন।
