ফেরদৌস ওয়াহিদ: জীবননগর উপজেলার মাধবপুর গ্রামে মহিলাদের ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৮.৩০ মিনিটে মাধবপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই মহিলাদের ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়।পুরুষ ও মহিলা একসাথে পর্দার মাধ্যমে ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলার মধ্যে মাধবপুর গ্রামে মহিলাদের জন্য ঈদ জামায়াতের এ ধরনের ব্যবস্থা গ্রহন করার জন্য এলাকার সুধি মহল গ্রামবাসী ও কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এলাকার মধ্যে মাধবপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মহিলাদের জন্য ঈদ জামায়াদের ব্যবস্থা করায় আশেপাশের গ্রাম থেকে ধর্মপ্রাণ মহিলারা এই ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পড়তে আসেন। এই বিষয়ে কয়েকজন মহিলাদের সাথে কথা বললে তারা জানান যে, মহিলাদের জন্য ঈদ জামায়াদের ব্যবস্থা করায় আমরা অত্যন্ত খুশি।ঈদগাহ ময়দানের পরিবেশ ও নিরপত্তা ব্যবস্থা দেখে তারা সন্তুষ্ঠি প্রকাশ করেন।ঈদের জামায়াতের ইমামতি করেন মাধবপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম।

মহিলাদের ঈদ জামায়াত