আলোকিত ডেক্স: বিবিয়ানা গ্যাসক্ষেত্র সংস্কার করার জন্য মঙ্গলবার (২৭ জুন) দিবাগত রাত ১২টা থেকে ২৪ ঘণ্টা সারাদেশে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সেবা বন্ধ থাকবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আসলাম উদ্দিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মন্ত্রণালয়ের ওই তথ্য কর্মকর্তা বলেন, ‘বিবিয়ানা গ্যাসক্ষেত্রের সংস্কার কাজ প্রতি বছরই হয়। এবারের কার্যক্রমও পূর্বনির্ধারিত। ঈদের আগে জনগণকে এ বিষয়টি জানাতে ছয়টি পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে। আর এটি নতুন ঘটনা নয়। প্রতি বছরই বিবিয়ানা গ্যাসক্ষেত্রের সংস্কার কাজ হয়ে থাকে।’
সংস্কারের জন্য এ সময় বেছে নেওয়া প্রসঙ্গে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আসলাম উদ্দিন বলেন, ‘ঈদের সময়টাতে দেশের কলকারখানা বন্ধ থাকে। বাসাবাড়ির চেয়ে লোকজন গ্রামেই অবস্থান করেন বেশি। ফলে গ্যাসের চাপ থাকে কম।’
এদিক ঈদের ছুটি শেষে বুধবার থেকে অফিস-আদালত শুরু হবে। কিন্তু সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকার কারণে মানুষকে ভোগান্তিতে পড়তে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ সিএনজি চালিত অটোরিকশা সড়কে থাকবে কম। তাই দেখা দিতে পারে বিপত্তি।
