রায়পুর প্রতিনিধিঃ জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের মারুফদাহ গ্রামের রাতের আধারে এক গরিব অসহায় কৃষকের ফসল কেটে সাবাড় করে দিয়েছে। গতকাল গভীর রাতে এই ঘটনাটি ঘটে। ঘটনার বিবরনে জানা যায়, জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের মারুফদাহ গ্রামের মাঠ পাড়ার জয়নাল আবেদীনের ছেলে হানিফ আলীর (২৭) ১০ কাঠা জমির আবাদী ফসল বেগুন ও ঝাল গতকাল রাতের আধারে একই গ্রামের কুদ্দুস আলীর ছেলে মোক্তার আলী ও হারুন পূর্ব শত্রতার জের ধরে তার ফসল কেটে বিনষ্ঠ করে। এ বিষয়ে ভুক্তভোগী হানিফ আলীর সাথে কথা বললে তিনি বলেন যে, একই গ্রামে বসবাসকারী কুদ্দুস আলীর ছেলে মোক্তার আলী ও হারুন আমার ১০ কাঠা জমির ফসল বেগুন ও ঝাল রাতের আধারে সাবাড় করে দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত ব্যক্তিদের বিরূদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানা গেছে।
