মোঃ মিঠুন মাহমুদ জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ
জীবননগর ডিগ্রি কলেজের রাস্তাটির বেহাল অবস্থা দিনকে দিন আরও করুন হয়ে পড়েছে । দীর্ঘ দিন সংস্কার না করায় রাস্তার বেশির ভাগ স্থানে বড় ধরনের খানাখন্দে পরিনত হয়েছে। যে কোন মুহুর্তে হতে পারে বড় ধরনের দুর্ঘটনা । জীবননগর উপজেলা সহ পাশ্ববর্তী উপজেলার সনামধন্য কলেজ জীবননগর ডিগ্রি কলেজ এই কলেজে সব দিক থেকে পরিপুর্ণ থাকলেও দুটি জিনিস না থাকায় কলেজটি তার সৌন্দর্য হারিয়ে ফেলতে বসেছে। একটি কলেজের প্রধান ফটকে গেট অন্যটি চলাচলের জন্য রাস্তা। কলেজের বর্তমান যে রাস্তাটি আছে সেই রাস্তাদিয়ে ভারী বৃষ্ঠির সময় শিক্ষক , শিক্ষার্থী সহ সাধারন মানুষের যাতায়াতের চরম দুর্ভোগের শিকার হতে হয় । একটু বৃষ্ঠি হলেই রাস্তার মাঝে হাটু পানিতে পরিনত হয়। যার ফলে শিক্ষার্থীদের চলাচলে চরম বিপাকে পড়তে হয়। বর্তমান সরকারের আমলে স্কুল, কলেজ, মাদ্রাসা সহ গোটা বাংলাদেশ ডিজিটাল দেশ হলেও জীবননগর ডিগ্রি কলেজের রাস্তাটি সংস্কারের জন্য সরকারী ভাবে নেই কোন উদ্দোগ। কলেজের রাস্তাটি সংস্কারের অভাবে জরাজীর্ন অবস্থায় থাকলেও এটি সংস্কার করবে এমনটি নেই কারও মাথা ব্যাথা। তাই এলাকাবাসী সহ শিক্ষার্থীদের দাবি জীবননগর ডিগ্রি কলেজের প্রধান ফটকে একটি গেট ও শিক্ষার্থীদের যাতায়াতের জন্য কলেজের এই রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য চুয়াডাঙ্গা -২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগার টগর এমপি সহ উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন।