হাসাদাহ প্রতিনিধি: জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের পুরন্দরপুর গ্রামে এক মহিলা বিষপানে আত্মহত্যা করেছে। গত বৃহষ্পতিবার দুপরে নিজ ঘরে তিনি বিষপান করেন। জানা যায়, জীবননগর উপজেলার পুরন্দরপুর গ্রামের মফিজুল ইসলাম এর স্ত্রী এক সন্তানের জননী রত্মা খাতুন (৩০) পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার দুপুরে নিজ ঘরে বিষপান করে ঘুমিয়ে পড়েন। পরে বাড়ির অন্যন্য সদস্যরা সে বিষ পান করেছে বুঝতে পেরে দ্রুত চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই সংবাদ পেয়ে বৃহস্পতিবার রাতে জীবননগর থানা পুলিশ মফিজের বাড়িতে এসে আত্মহুতি দেয়া ঐ মৃত মহিলাকে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা মর্গে পাঠায়। গতকাল শুক্রবার দুপুরে ময়না তদন্ত শেষে লাশ বাড়িতে পাঠানো হয় এবং বিকালে তার দাফন সম্পন্ন হয়। এই ঘটনায় কোন অভিযোগ ও বাদী না থাকায় থানায় মামলা করা হয়নি।
