নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা হাটকালুগঞ্জে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মিটার টেম্পারিং করে বিদ্যুৎ চুরির অভিযোগে এক গ্রাহককে ৪ হাজার টাকা জরিমানা করেছেন।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে ওজোপাডিকো চুয়াডাঙ্গা জোনের সহায়তায় হাটকালুগঞ্জ পুলিশ লাইনের সামনে একটি কাঠ খোদায় কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। বিচারক ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর তরিকুল ইসলাম। বিদ্যুৎ আইন ১৯১০ কৃত্রিম পদ্ধতি ইত্যাদি স্থাপনের শাস্তি : ধারা-৩৯-ক অনুসারে হাটকালুগঞ্জের মৃত ফেরদৌস আলীর ছেলে সাইদুর রহমানের কাছ থেকে ৪হাজার টাকা জরিমানা আদায় করেন।
