হাসাদাহ প্রতিনিধি: জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের বিশিষ্ঠ সমাজ সেবক ও সাবেক বৃহত্তর বাকা ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাধারন সম্পাদক শরিফ উদ্দিন শরিফ (৫০) হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। গতকাল বিকাল ৪টার দিকে জীবননগর উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে তার নিজ বাস ভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই সমাজ সেবক ও বিএনপি নেতা শরিফ উদ্দিনের ইন্তেকালের সংবাদ পেয়ে জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আক্তারুজ্জামান আক্তার, সাধারন সম্পাদক খোকন খান, সাবেক জীবননগর থানা বিএনপির সভাপতি ও পৌর মেয়র নোয়াব আলী, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাজাহান কবির, চুয়াডাঙ্গা জেলা বিএনপির ১নং আহ্বায়ক মাহমুদুর রহমান বাবু খান, হাসাদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল সিদ্দিকী, সীমান্ত ইউনিয়ন চেয়ারম্যন ও বিএনপি নেতা ময়েন উদ্দিন ময়েন, জেলা পরিষদের ১৪নং ওয়ার্ড সদস্য আওয়ামী লীগ নেতা শফিকুল আলম নান্নু, হাসাদাহ ইউনিয়ন চেয়ারম্যন সিরাজুল হক মাষ্টার, হাসাদাহ বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী ও হাসাদাহ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রবিউল ইসলাম রবি বিশ্বাস, রেজাউল ইসলাম লাল, জীবননগর প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক ও দৈনিক সময়ের সমীকরণ জীবননগর ব্যুরো প্রধান জাহিদ বাবু, হাসাদাহ রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে মনিরুজ্জামান রিপন ও ফেরদৌস ওয়াহিদ সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। মৃত্যুকালে তিনি ৪ সন্তান, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সহ অসংখ্যা গুনগ্রাহি রেখে যান।
