মামুনার রশীদ কোটচাঁদপুর (ঝিনাইদহ) : ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার চৌগাছা ষ্টান্ড সংলগ্ন তিনতলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্ভোধন করলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মাননীয় মন্ত্রী জনাব আ.ক. ম মোজাম্মেল হক এমপি। গতকাল শুক্রবার বেলা ১০-৩০ মিনিটের সময় ফিতা কেটে উদ্বোধন করেন। এ সময় উপস্তিত ছিলেন কোটচাঁদপুর মহেশপুরের গন মানুষের বন্ধু ঝিনাইদাহ ৩ আসনের এমপি জনাব নবী নেওয়াজ।ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃজাকির হোসেন,ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মো: মিজানুর রহমান, কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলাম, কোটচাঁদপুর পুলিশের সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জনাব রেজাউল করিম, কোটচাঁদপুর পৌরসভার মেয়র জাহিদুল ইসলাম, কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শরিফুন্নেছা মিকি,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন ও কোটচাঁদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম।সাবেক বলুহর ইউনিয়নের কমান্ডার মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম চুন্নু। আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগের আহ্বায়ক ফারজেল হোসেন মন্ডল, সহিদুজ্জামান সেলিম, উপজেলা যুবলীগের আহ্বায়ক মীর মনিরুল ইসলাম, যুগ্ন আহবায়ক আশরাফুল আলম খোকন,থানা যুবলীগের সভাপতি জনাব বুলবুল, সাধারন সম্পাদক শেখ সোহেল আরমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মুন্সী ফিরোজা বেগম।
