অমিত সরকার মহেশপুর (ঝিনাইদহ) থেকে ঃ ৪ আগষ্ট বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের খালিশপুর -জীবননগর মহা-সড়কের কৃষ্ণচন্দ্রপুর বাসষ্টান্ডে চলন্ত বাসের সামনে পড়ে ৩ শিশু আহত হয়েছে | এদের মধ্যে হাসিবুল (১১) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে | স্হানিয়রা দ্রত উদ্ধার করে হাসিবুলকে প্রথমে কোটচাদপুর ও পরে যশোর সদর হাসপাতালে নিয়ে গেছে | আহত হাসিবুল উপজেলার ফতেপুর ইউপির কদমতলা গ্রামের শাহাজান আলীর ছেলে | ঘাতক বাসটির নাম বিপি এবং নম্বর হ ৭৮২ ।অপর দিকে ঘাতক বাসটিকে পার্শবর্তি জীবননগর আটক করা হয়েছে
