স্পোর্টস আপডেট ডেস্ক- বাংলাদেশের বিপক্ষে বহুল প্রতীক্ষিত দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য শনিবার দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দলে সুযোগ পেয়েছেন পেসার জ্যাকসন বার্ড। অন্যদিকে ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন প্যাটিনসন।
বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। তার ডেপুটি হিসেবে রয়েছেন ডেভিড ওয়ার্নার।
বাংলাদেশ সফরের জন্য দলের অন্য সদস্যরা হলেন- অ্যাস্টন আগার, জ্যাকসন বার্ড, হিল্টন কার্টরাইট, পেট কামিন্স, পিটার হ্যান্ডসকম্ব, জশুয়া হ্যাজলউড, উসমান খাজা, নাথান লায়ন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট রেনশো, মিচেল সেপসন ও ম্যাথু ওয়েড।
নয় মাসের বেশি সময় ধরে চলা সংকটের অবসান হয়েছে। ২০০৬ সালের পর বাংলাদেশে প্রথমবারের মতো টেস্ট খেলতে ১৮ অগাস্ট ঢাকায় আসবে স্টিভেন স্মিথের দল। এরপর ২২-২৪ আগস্ট ফতুল্লায় প্রস্তুতি ম্যাচ খেলবে অসিরা। তারপর শুরু হবে মূল সিরিজ। ২৭-৩১ আগস্ট প্রথম টেস্ট ঢাকায় ও ৪-৮ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে অনুষ্ঠিত হবে