মারুফ মালেক,জীবননগর (চুয়াডাঙ্গা) থেকে: চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা ডাকবাংলো চত্বরে মাদক,চোরাচালান ও বাল্য বিবাহ প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জীবননগর উপজেলা পরিষদের আয়োজনে গতকাল সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়া উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কুষ্টিয়া বিজিবি সেক্টর কমান্ডার লে.কর্ণেল আবু সঈদ আল মসউদ,খালিশপুর বিজিবি ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল জিল্লুর রহমান,পুলিশ সুপার নিজাম উদ্দিন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ অমল,জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মোর্তুজা। অনুষ্ঠানে বক্তারা বলেন, মাননীয় প্রধান মন্ত্রী ঘোষিত ভিশন ২০২১ বাস্তবায়ন নিশ্চিত করতে আর্থ-সামাজিক উন্নয়নে এবং অর্থবহ জীবন ও উন্নত জাতি হিসাবে প্রতিষ্ঠিত হতে হলে মাদক, চোরাচালান ও বাল্য বিয়ে প্রতিরোধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। যুবরা জাতির শ্রেষ্ঠ সম্পদ তাদেরকে রক্ষা করতে মাদকমুক্ত সমাজ উপহার দিতে হবে। মাদক ও চোরাকারবারিরা দেশ ও জাতির শত্রু, তাদেরকে প্রতিরোধ করতে হবে। আগামী প্রজন্মকে বাঁচাতে হলে আমাদের সবাইকে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাই আসুন আমরা সবাই মিলে মাদকাসক্তদের মানব সম্পদে পরিণত করি। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন,জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, প্রভাষক আবু সাইফ মুকু। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সভাপতি, মসজিদের ইমামসহ এলাকার সূধী মহল অংশগ্রহন করেন।
