মোঃ মিঠুন মাহমুদ জীবননগর (চুয়াডাঙ্গা)প্রতিনিধি ঃ
জীবননগরে বয়স্কো,প্রতিবন্ধী ও বিধবাদের মাঝে ভাতার কার্ড বিতারণ করা হয়েছে । বুধবার সকাল সাড়ে ১০টায় জীবননগর সমাজ কল্যাণ অধিদপ্তরের আয়োজনে পৌর সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পৌর সভার ৯জন বিধবা ২৮জন প্রতিবন্ধী ও ২৪জন বয়স্কোদের মাঝে ভাতার কার্ড বিতারণ করেন জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম ,এ সময় উপস্থিত ছিলেন পৌর সচিব জায়েদ হোসেন ,প্যানেল মেয়র সাইদুর রহমান,পৌর কাউন্সিলার খন্দকার আলী আজম,আবুল কাশেম,আতিয়ার রহমান,আফতাব হোসন,হযরত আলী ,আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন সহ পৌর সভার সকল কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন ।
