জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তির জন্য ২৪ আগস্ট বিকেল চারটা থেকে অনলাইনে আবেদন শুরু হচ্ছে। আবেদন করা যাবে ২০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডীন প্রফেসর ড. মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.admissions.nu.edu.bdঅথবা nu.edu.bd/admissions) থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে এবং এর প্রিন্ট কপি নিয়ে আবেদন ফি ২৫০ টাকাসহ আবেদন ফরমে উল্লেখিত কলেজে ২১ সেপ্টেম্বর মধ্যে অবশ্যই জমা দিতে হবে। এ ভর্তি কার্যক্রমের ক্লাস ১৫ অক্টোবর থেকে শুরু হবে।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, কলেজ কর্তৃক যে সকল প্রার্থীর প্রাথমিক আবেদন নির্ধারিত মধ্যে অনলাইনে নিশ্চয়ন করা হবে না। তাদেরকে মেধা তালিকায় স্থান দেওয়া হবে না। অর্থাৎ এ ভর্তি কার্যক্রমে অন্তর্ভূক্ত হবে না।
Thanx
আপনাদের কে অনেক ধন্যবাদ । হাসাদাহ,জীবননগর এর সংবাদ ফেসবুকে প্রচার করার জন্য । অপনারাই প্রথম যে ফেসবুকে প্রচার করছেন । অপনাদের প্রতি শুভ কামনা রইল সামনের দিকে এগিয়ে যান । ***