কোটচাঁদপুর প্রতিনিধিঃ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলাকে শিল্পনগরী হিসাবে গড়ে তোলার নিমিত্তে শিল্প মন্ত্রাণলয়ের অতিরিক্ত সচিব মোঃ ইনামুল হক,উপসচিব মোঃ আবুল খায়ের ও বিসিক শিল্পনগরী আঞ্চলিক পরিচালক খুলনা মোঃ শাহানেওয়াজ জমি অধিগ্রহনের জন্য উপযুক্ত জায়গা পরিদর্শন করেন।এ সময় ঝিনাইদহ-৩ এমপি জনাব নবী নেওয়াজ উপস্থিত ছিলেন। পরিদর্শন কালে সচিবগন পৌর শহরের হঠাৎ পাড়ার হাইওয়ে রোডের পাশে পরিত্যক্ত জমি,এলাঙ্গী ইউনিয়নের পাশে ও বলুহর ইউনিয়নের কাগমারী গ্রাম প্রাথমিক পর্যায়ে পরিদর্শন করেন।এই সময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম,কোটচাঁদপুর পৌর চেয়ারম্যান জাহিদুল ইসলাম, উপজেলার ভাঃপ্রাঃ চেয়ারম্যান নাজমা খাতুন,সাংবাদিক খাইরুল ইসলাম,কমিশনার কামাল হোসেন,আওয়ামীলীগ নেতা আঃরউফ প্রমুখ।এ সময় জমি পরিদর্শনকালে এমপি নবী নেওয়াজ বলেন, কোটচাঁদপুরকে বিসিক শিল্পনগরী হিসাবে গড়ে তোলা হবে। এতে বেকার যুবকদের একটা কর্মসংস্থান হবে
