জীবননগর অফিসঃ জীবননগরে চুলকাটানোকে কেন্দ্র করে নাপিতকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে ।জানা গেছে জীবননগর উপজেলার কাটাপোল গ্রামের অজিত কুমার বিশ্বাসের ছেলে নাপিত অশোক বিশ্বাস দির্ঘ দিন ধরে একই উপজেলার মনোহারপুর ইউনিয়নের ধোপাখালী বাজারে নাপিতের কাজ করে আসছে । ঈদুল আযহা উপলক্ষে দোকানে ভিড় থাকায় চুলকেটে দিতে দেরি হওয়ায় ধোপাখালী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে প্রভাবশালী টিপু তাকে মারধর করে ।এক পর্যায় স্থানীয় এলাকাবাসী ঘটনা স্থানে ছুটে এসে বাধা দিলে তখন টিপু চলে যায়। এ ব্যাপারে স্থানীয় একাবাসী সুত্রে জানা গেছে টিপুর চুলকেটে দিতে দেরি হওয়ায় নাপিত অশোককে মারধর করে এবং তার দোকান আগুন দিয়ে পুড়িয়ে দিবে বলে হুমকি ধামকি দিতে থাকে । এ ব্যাপারে আহত নাপিত অশোক অভিযোগ করে বলেন ,আমি দোকানে চুলকাটছিলাম এমন সময় টিপু দোকানে অঅসে এবং আমাকে বলে চুলকেটে দিতে হবে ।আমি তাকে বলি তিন জন অঅছে তাদের চুলকাটা হলে আপনাকে চুলকেটে দেবে এমন সময় তিনি আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করতে থাকে ।আর বলে হিন্দুদের এখানে কোন ঠাইনেই তোকে মেরে ফেললে আমার কি হবে ? তার ভয়তে আমি বাড়ি যেতে পারছি না ।এ ব্যাপারে টিপুর সাথে কথা বলার জন্য চেষ্ঠা করা হলে ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্বব হয়নি ।এ ঘটনায় অশোক বাদি হয়ে জীবননগর থানায় একটি মামলা হয়েছে ।এদিকে টিপুর এহেন কান্ড দেখে এলাকার সাধারন মানুষ হতবাক ।
