স্টাফ রিপোটার মহেশপুর (ঝিনাইদহ) থেকে: ১ লা সেক্টম্বর সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইঞ্জিনিয়র মোমিনুর রহমান মোমিনের নেতৃত্বে উপজেলা ও পৌর বিএনপির নেতা কর্মিদের উপস্থিতিত্বে মহেশপুর পৌরসভাধীন গোপালপুর মোড়ে ব্যাপক জাক জমক ভাবে বিএনপির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন | পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ রোকন আলী খানের সভাপতিত্বে দলীয় পতাকা উক্তোলন,বনাঠ্য রালী,আলোচনা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর দিনটি পালন করা হয় | এ সময় জেলা বিএনপির সদস্য মহেশপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড এ এম আব্দুল আহাদ,আজমপুর সভাপতি মফিজ মাষ্টার, পান্তাপাড়া সভাপতি আবু নোমান,এসবিকে সম্পাদক মশিয়ার রহমান মাষ্টার,কাজীরবেড় সম্পাদক কামাল উদ্দীন,বাথান গাছির আমিনুর রহমান মাষ্টার ,যুবদল নেতা মাহাফুজুর রহমান,বাবলুর রহমান,শফিকুল আলম,আলম,ছাত্র নেতা কামরুজ্জামান রতন,শামীম আহাম্মেদ,এরশাদ আলী সহ অঙ্গ সংগঠনের শত শত নেতা কর্মি উপস্থিত ছিলেন |
