জীবননগর অফিসঃ জীবননগরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক ভুয়া চক্ষু ডাক্তারের ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ।গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টায় জীবননগর পৌর শহরের চ্যাংখালী রোডের সালাউদ্দিন মেডিকেল হলে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেড সেলিম রেজা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মানিকগঞ্জ বালিরটেকের আল-ইসলামিয়া চক্ষু হাসপাতালের ডাক্তার হিসাবে পরিচয় দিয়ে জীবননগরে চিকিৎসা করা অবস্থায় ঢাকা মালিবাগের মৃত মোরদুজ্জামানের ছেলে ভুয়া চিকিৎসক মাহবুবুর রহমান মাসুদকে(৪৩) ডিওএলভি(চক্ষু)এমপিএইচ(চক্ষু)ইউনিভাসিটি অব সাউথ এশিয়া,ঢাকার কোন বৈধ কাগজ পত্র দেখাতে না পারায় ,তার ডাক্তারি কোন নিবন্ধন না থাকায় এবং তার নিজ মুখে তার কোন ডিগ্রি নেই স্বীকার করায় তাকে ভ্রাম্যমান আদালতে তাকে মেডিকেল ও ডেন্টাল আইন ২০১০ এর ২৯/১ধারা অনুযায়ী ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং দোকান মালিককে ১৯৮২ আইনের ১৩/২ধারা মোতাবেক ২হাজার টাকা জরিমানা প্রদান করেন ।
