কোটচাঁদপুর থেকে সুমনঃ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর বাজার পাড়া ও পৌরসভার ৪ নং ওয়ার্ডের উপনির্বাচনে বুধবার ১৩/৯/১৭ ইং তারিখে কাউন্সিলর পদে টান টান উত্তেজনার মধ্যে দিয়ে নির্বাচিত হয়েছেন মোঃজাফর ইকবাল (শান্তি)।তার প্রতিক ছিল উঠপাখি।মোঃহোসেন আলী ২য় হয়েছেন তার প্রতিক ছিল পানির বোতল।৩য় হয়েছেন রাজা তার প্রতিক ছিল টেবিল ল্যাম্প। আঃলীগ নেতা ফজলুর রহমানের মৃত্যুর পর এ আসনটি শুন্য হয়।অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জাফর ইকবাল (শান্তি) বিজয়ের এ মালা পরেন।তিনি কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অভিভাবক সদস্য।এ নির্বাচনে জয়লাভ করায় তার বিজয়ের আনন্দ মিছিলে অংশ নেয় ৪ নং ওয়ার্ডের সাধারন জনগন ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।আর উপস্তিত ছিলেন ভিন্ন পেশার ব্যক্তি বর্গগন
