আবু জাফর-রায়পুর প্রতিনিধি : কালের আর্বতনে গ্রাম বাংলার অনেক ঐতিহ্যবাহী খেলা হারিয়ে গেছে। কিন্তু এখনও কিছু কিছু খেলা গ্রাম বাংলায় প্রচলিত রয়েছে। তার মধ্যে লাঠি খেলা অন্যতম। জীবননগর উপজেলার রায়পুর বাজারের ব্যবসায়ীক সমিতির উদ্দ্যেগে গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল থেকে রায়পুর বাজার থেকে শুরু করে পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম ও পাড়া মহল্লায় এই লাঠি খেলা অনুষ্ঠিত হয়। ঢোলের তালে তালে লাঠি নিয়ে খেলা পরিবেশন করে মানুষদেরকে মনে করিয়ে দেয় আবহমান গ্রাম বাংলার হারিয়ে যাওয়া সব চিত্র। এই লাঠি খেলা দেখতে প্রচুর মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এই লাঠি খেলা সম্পর্কে এলাকাবাসী ও দর্শকদের সাথে কথা বললে তারা জানান যে, গ্রাম বাংলার অনেক খেলা হারিয়ে গেলেও এখনো যে তারা লাঠি খেলার মাধ্যমে আমাদরকে উপভোগ করার সুযোগ করে দিচ্ছে তাতে আমরা খুব খুশি। আর এই লাঠি খেলা যেন সব জায়গাতে চালু থাকে সে জন্য সবাইকে আহ্বান জানান। উক্ত খেলাটি পরিচালনা করছেন মহিউদ্দিন মহি, মোদাচ্ছের আলী, সৈয়দ আলী, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী, সাংবাদিক শাহাবুদ্দিন, শামিম ও স্বপন।
