মোঃ জাহিদ বাবু/মিঠুন মাহমুদ জীবননগর( চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ জনতাই পুলিশ ,পুলিশি জনতা এই স্লোগানকে সামনে রেখে জীবননগর থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং এর মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় জীবননগর থানার গ্রাউন্ডে জীবননগর থানার অফিসার্স ইনচার্জ এনামুল হকের সভাপতিত্ব কমিউনিটি পুলিশিং এর মহাসমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার নিজাম উদ্দিন ,প্রধান অতিথি তিনার বক্তব্যে বলেন .মাদক এখন কোন ব্যক্তি বা পরিবারের সমস্যা নয়,এটি এখন আমাদের জাতীয় সমস্যায় পরিনত হয়েছে তাই মাদকের বিরুদ্ধে সকলকে একসাথে হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে ।এছাড়াও তিনি অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন ,আপনারা সব সময় আপনাদের সন্তানদের দিকে নজর রাখুন ,সে কোথায় যাচ্ছে কাদের সাথে মিশছে,তার বন্ধু বান্ধব কারা তারা কি করে এ সমস্থ বিষয়েও আপনাদের খেয়াল রাখতে হবে । আপনার সন্তানের জন্য খেয়ে না খেয়ে কষ্ঠ করে উপাজন করে যে সমস্থ ধনসম্পদ রেখে যাবেন সেটি যদি আপনার সন্তান গুছিয়ে না রাখতে পারে তা হলে আপনার সারাজীবনের কষ্ঠ বৃথা হয়ে যাবে ।আপনার সন্তান আপনার ভবিষ্যৎ ।সর্বশেষে পুলিশ সুপার অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন ,আপনার সন্তান যতোই আবদার করুক না কেন,কমপক্ষে এসএসসি পাশ করার আগে তাদের হাতে কোন মতেই মোবাইল ফোন তুলে দিবেন না ।এই মোবাইল ফোনটিউ আপনার সন্তানের লেখাপড়া শেষ করবে তাছাড়াও এই মোবাইল ফোনের কারনেই আপনার সন্তান ও পরিবারের জন্য কাল হয়ে দাড়াবে ,বিশষে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো.আ.লতিফ অমল, সিনিয়ার সহকারী পুলিশ সুপার কলিমুল্লাহ ,জীবননগর থানা আওয়ামীলীগের সভাপতি গোলাম মোর্তুজা, জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম ,জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী সহ আরও উপস্থিত ছিলেন আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার,উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আ. হান্নান,থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌর কাউন্সিলার সোয়েব আহম্মেদ অঞ্জন,সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক সুধী ও উপজেলার সকল শ্রেনী পেশার জনগন উপস্থিত ছিলেন ।উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন যুবলীগ নেতা আ.সালাম ঈশা
