কোটচাঁদপুর (ঝিনাইদহ) থেকে সুমন,রমজানঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা।এবারের পূজাকে আরো রঙিন করে তুলতে অপরূপ সুন্দর সব প্রতিমা তৈরি করছেন তারা। তবে কাচাঁমালের দাম বেড়ে যাওয়ায় প্রতিমা তৈরি করে খুব একটা লাভবান হতে পারছেন না কারিগররা। এদিকে নির্বিঘ্নে পূজা সম্পন্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার রয়েছে বলে জানান,পুজা কমিটির সভাপতি শ্রী ঠাকুর দাশ রায় ও সেক্রেটারি শ্রী বিকাশ বিশ্বাস সলেমানপুর কোটচাঁদপুর।আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।এ উৎসবকে কেন্দ্র করে পরম যত্নে মূর্তিগুলোকে অবয়ব দিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা।বাঁশ ও খড় দিয়ে প্রতিমার অবকাঠামো তৈরির পর এখন চলছে রংতুলির কাজ।এ পর্যন্ত ৯০ ভাগ কাজ শেষ হয়েছে বলে জানান,প্রধান প্রতিমা শিল্পী শ্রী সুজল কুমার।সহকারী প্রতিমা শিল্পী হিসাবে কাজ করছেন তরুন,সুব্রত।বর্তমানে তারা কাজ করছেন কোটচাঁদপুর বাজার কালিবাড়ি মন্দির। কিন্তু কঠোর পরিশ্রম করেও সঠিক পারিশ্রমিক না পাওয়ায় মানবেতর জীবন যাপন করেন তারা। তাই ইতোমধ্যেই অনেকেই বাপ-দাদার এ পেশা বদলে অন্য পেশায় চলে যেতে বাধ্য হয়েছেন।শ্রী সুজল কুমার পাল নামে এক প্রতিমা শিল্পী জানান,কোটচাঁদপুরে এবার ১৩ টি প্রতিমা তৈরীর কাজ চলছে।প্রতিমা তৈরীতে এখন দিন রাত ব্যস্ততা তাদের প্রতিদিন যে হারে পারিশ্রমিক দেওয়া হয় তা উপযুক্ত নয়। কিন্তু এ পেশা ধরে রাখার জন্য কাজ করে যাচ্ছি অাশাকরি প্রতিমা দেখা সবার ভাল লাগবে।তিনি সবাইকে শারদীয়া শুভেচ্ছা জানান।
