জীবননগর প্রতিনিধি ঃ স্বাস্থ্য সু-রক্ষায় খেলাধুলার কোন বিকল্প নাই ,এই প্রতিপাদ্যকে সামনে রেখে জীবননগর মর্নিং স্টার ক্লাবের ফুটবল খেলার শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ৬টায় মনিং স্টার ক্লাবের আয়োজনে ,জীবননগর স্টেডিয়াম মাঠে জীবননগর মর্নিং স্টার ক্লাবের সাধারন সম্পাদক হাজী আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জীবননগর শহরের বয়স্কো ও যুবকদের নিয়ে প্রতিষ্ঠিত মনিং স্টার ক্লাবের ফুটবল খেলার শুভ উদ্বোধন করেন ,জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু.মো.আ.লতিফ অমল এ সময় উপস্থিত ছিলেন মনিং স্টার ক্লাবের খেলোয়ার,শহিদ,মাসুম,সোহেল,জাহিদ,সাংবাদিক মিঠুন মাহমুদ,জাহিদ,সোহাগ,শরিফুল,কামাল,মাসুদ,মাসুম,এ এস আই মনির,জাহিদ,বিজয়,রাসেল,ইকবল,সুমন,ওবাইদুর,বাবু,অনিক, খাইরুল ,আসাদ প্রমুখ ।উল্লেখ্য দির্ঘ পাঁচ বছর যাবৎ এই মনিং স্টার ক্লাব স্বাস্থ্য সু-রক্ষার স্লোগান নিয়ে বিভিন্ন বয়সের খেলোয়ারদের নিয়ে খেলাধুলা করে আসছেন
