জীবননগর অফিসঃ জীবননগর গোয়ালপাড়ায় তিন দিন ব্যাপী হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জারি গান অনুষ্ঠিত হয়েছে ।জানা গেছে গত শনিবার দুপুরে গোয়ালপাড়া গ্রামবাসীর আয়োজনে তিন দিন ব্যাপী জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জারিগান অনুষ্ঠিত হয়। ঢোলের মনমুগ্ধ করা শুরের তালে হাজারো মানুষ জারিগান শোনার জন্য ভিড় জমাতে থাকে ।এজারিগানে অংশ গ্রহন করেন আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের বয়াতি আঃ লতিফের দল এবং কুষ্ঠিয়া দৈৗলৎপুর গ্রামের বয়াতি আনারুল ইসলামের দল।এ দিকে জারিগানকে ঘিরে গোটা এলাকায় একটি উৎসব মুখুর পুরবেশ অনুভাব করা গেছে
