মোঃ মিঠুন মাহমুদ জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ জীবননগরে দিনের বেলা প্রকাশ্য এক ব্যবসায়ীকে পিটিয়ে রক্তাত্ব জখম করার ঘটনা ঘটেছে । জানা গেছে সোমবার বিকাল সাড়ে ৫টার সময় জীবননগর পৌর সভার ৪নং ওর্য়াডের প্রয়াত স্কুল শিক্ষক মীর মাহাতাব উদ্দিন স্যারের ছেলে জীবননগর বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী এ বি সি এগ্রোভিটের মালিক জীবনকে (৩০)একই ওর্য়াডের মৃত আক্কাচ আলীর ছেলে ভাজা ব্যবসায়ী রজব আলী মোল্লা রজো(৩৫)একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জীবনের মাথায় ইট দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেয় ।এ সময় স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করেন । এ ব্যপারে জীবন জানান,সোমবার বিকালে আম বাগানে ঔষধ দেওয়ার জন্য মটরসাইকেল যোগে জমিতে যাওয়ার পথে রজোর ছেলে রিয়াদ মোল্লার সাথে মটরসাইকেলে ধাক্কা লাগে,আমি তাকে তুলে বাড়ি পাঠায় এমন সময় রজোর ছেলে আমাকে গালমন্দ করতে থাকে তাকে নিষেধ করলে সে আমার দিকে রুখে আসে এমন সময় তাকে একটু ধমক দিলে রজো বাড়ি থেকে বেরিয়ে কোন কথা না শোনেই আমার মাথায় ইট দিয়ে আঘাত করে ।এ ব্যাপারে আমি জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি । স্থানীয় এলাকাবাসী জানান,জীবন মটরসাইকেল নিয়ে রাস্তা দিয়ে ধীর গতিেেত আসছিল আর রিয়াদ বাইসাইকেল নিয়ে জোরে আসছিল এমন সময় জীবনের মটরসাইকেলে হাল্কা ধাক্কা লাগলে রিয়াদ পড়ে যায়,এবং জীবন তাকে রাস্তা থেকে তোলে হঠাৎ রজো কোন কিছু না শোনেই জীবন দোকানে বসে থাকা অবস্থায় ইট দিয়ে মাথায় আঘাত করে । সাথে সাথে রক্তে পুরা শরীরটা ভিজে যায়। পরবর্তীতে সকলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় ।সেখানে তার মাথায় তিনটি সেলাই দেওয়া হয়।এ ব্যাপারে রজোর সাথে কথা বলার জন্য মুটোফোনে চেষ্ঠা করা হলে ফোনটি রিসিপ না করায় তিনার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি ।
