ফেরদৌস ওয়াহিদ : জীবননগর উপজেলার হাসাদহে ৩ দিনের ক্রিকেট টেস্ট খেলার উদ্ভোধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় হাসাদাহ ইডিয়ট চত্বরের আয়োজনে জীবননগর উপজেলার হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয় ক্রিকেট গ্রাউন্ডে এই খেলা অনুষ্ঠিত হয়। উদ্ভোধনী খেলায় টাইগারস অব হাসাদাহ এবং ফ্রেন্ডস সুপারস্টার প্রতিদন্দিতা করেন। টাইগারস অব হসাদাহ ক্রিকেট টিমের অধিনায়ক তানজির আহমেদ জানান, আমাদের ব্যাটিং কন্ডিশন অনেক ভালো। আর ফাস্ট বোলাররা তাদের সেরাটা দিয়ে খেলবে। আশা করছি ম্যাচটা আমরাই জিতব। তবে প্রতিপক্ষকে সহজভাবে নিচ্ছিনা। অপরদিকে ফ্রেন্ডস সুপারস্টার এর অধিনায়ক তৌকির আহমেদ জানান, আমাদের খেলোয়াড়রা এই ম্যাচটি নিয়ে অনেক আত্ববিশ্বাসী। প্রতিপক্ষ টিম টাইগারস অব হাসাদাহ ভালো খেলে তবে আমরা আমাদের সেরাটা দিয়ে খেলে ম্যাচটা নিজেদের করে নিতে আশাবাদী। উদ্ভোধনী খেলার সময় উপস্থিত ছিলেন সজল, শাহিন, শামীম, রানা, লিটন, সুমন, আলম, প্রিন্স মাহমুদ প্রমুখ। খেলাটি পরিচালনার দায়িত্ব পালন করছেন মনিরুল ইসলাম ও তরিকুল হক।
