কোটচাঁদপুর প্রতিনিধিঃ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে সর্বচ্চ ভোট পেয়ে জয়ি হয়েছেন জাহিদ হোসেন। ৫ টি পদের জন্য নির্বাচনী মাঠে লড়েছেন ১৩ জন প্রার্থী। সকাল থেকেই উৎসব মুখর পরিবেশ ভোট শুরু হয়। ভোট শেষে এ নির্বাচনে প্রথম স্থান অধিকার করেন জাহিদ হোসেন তার প্রাপ্য ভোট ৪১৫,দ্বিতীয় হয়েছেন রুস্তম কবির তার প্রাপ্য ভোট ৩৮৮,তৃতীয় হয়েছেন আব্দুল আলিম তার প্রাপ্য ভোট ৩৩০,চতুর্থ হয়েছেন মমিনুর রহমান তার প্রাপ্য ভোট ২২৯। এ ছাড়াও মহিলা সংরক্ষিত অভিভাবক আসনের জন্য প্রথম হয়েছেন তনুজা আক্তার তার প্রাপ্য ভোট ৬৭৪। দ্বিতীয় স্থান অধিকার করেছেন লিজা খাতুন তার প্রাপ্য ভোট ১৪৬।উৎসব মুখর পরিবেশের মধ্যো দিয়েই ভোট শেষ হয়েছে।
