ষ্টাফ রিপোর্টারঃ কোটচাঁদপুর উপজেলা নিবাশি ও চৌগাছার হাকিমপুর ইউনিয়নের যাত্রাপুর কমিউনিটি ক্লিনিকের কর্মরত স্বাস্থ্য সহকারী ইয়াছির আরাফাত পলাশ (৩৫)দুর্রবিত্তদের হামলায় নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার বিকেলে থানা পুলিশ কমিউনিটি ক্লিনিকের একটি কক্ষ থেকে পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে। নিহত পলাশ হাকিমপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামের পুত্র।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সহকারীর চাকুরীরর পাশাপাশি হাকিমপুর বাজারে ডিস লাইনের ব্যবসা করত। পলাশের বাড়ি হাকিমপুর গ্রামে হলেও তিনি কোঁটচাদপুর উপজেলায় বসবাস করতেন।মৃত্যু কালে তিনি এক পুত্র ও কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে, মরদেহ ময়নাতদন্ত শেষে দুপুরে নিহতের বর্তমান আবাসস্থল কোটচাঁদপুর শহরে লাশবাহী অ্যাম্বুলেন্স পৌঁছালে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। শুক্রবার বাদআছর কোটচাঁদপুর পোষ্ট অফিস পাড়া জামে মসজিদের সামনে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।তার দ্বিতীয় জানাযার নামায শেষে তাকে হাকিমপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।এ সময়ও উপস্থিত ছিলেন তার প্রিয় বাল্য বন্ধু বান্ধব সহ কোটচাঁদপুর ও চৌগাছার স্থানীয় মান্য গন্য ব্যাক্তি বর্গ প্রমুখ।সবাই তার বিদেহী আত্তার মাকফেরাত কামনা শেষে সবাই তার হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।
